কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এসে পৌঁছেছেন মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সিলেটের কৃতিসন্তান মুশফিকুল ফজল আনসারী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তিনি সিলেট এসেছেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-৬০১) মুশফিকুল ফজল আনসারী সিলেট বিমানবন্দরে অবতরণ করেন।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উড়াল দেবে আজ। এ উপলক্ষে বিকালে ওসমানী বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
শনিবার (২৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেন, ‘আমরা কারো মুখাপেক্ষী নই- আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ।’
তিনি বলেন, ‘সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।’
উল্লেখ্য, মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় চালু হচ্ছে এই পরিবহন সুবিধা।