সিলেটে বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি

কওমি কণ্ঠ রিপোর্টার :

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিলো- ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির। সেই পূর্বাভাসকে সত্যি করে সন্ধ্যার সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ঝরেছে শিলাও। 

বৃষ্টির অভাবে কেমন জলবিহীন হয়ে পড়া প্রকৃতি এ বৃষ্টিতে ফিরে পেয়েছে অনেকটা প্রাণ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে প্রায় ঘণ্টা সময় ধরে সিলেট সদর, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। 

সিলেট আবহওয়া অফিস রাত সোয়া ৯টার দিকে জানিয়েছে- সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ছিলো ৫.৪ মিলিমিটার।

এর আগে বুধবার (১২ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়- ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।

এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।