শাকসু নির্বাচন, ছাত্রদলের প্যানেল ঘোষণা

  • ভিপি মুস্তাকিম জিএস মারুফ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট এই ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ‘সাস্ট ইনসিডার’ পেইজের এডমিন মুস্তাকিম বিল্লাহ ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে শাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের নাম ঘোষণা করা হয়েছে।

প্যানেলের অন্যান্য পদে ক্রীড়া সম্পাদক হিসেবে শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থীর নাম রাখা হয়নি।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদটি কেন ফাঁকা রাখা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এই পদটি এখনো খালি রয়েছে এবং এখনো কাউকে চূড়ান্তভাবে ঘোষণা করা যায়নি।  তিনি জানান, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলে তাকে প্যানেলে যুক্ত করা হবে। উদ্দেশ্যমূলকভাবে এই পদ ফাঁকা রাখা হয়নি; টেকনিক্যাল কারণে এখনো এই পদে কাউকে ঘোষণা করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শাকসু নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থীর তালিকা বিশ্লেষণে দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোট দুইজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে এক জন মো. ইব্রাহিম বিন ইসলাম , যিনি শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। অপর প্রার্থী আমিনুল ইসলাম জীবন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমিনুল ইসলাম জীবনের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, তাদের দলের পক্ষ থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে তিনি তাদের জানিয়ে দিয়েছেন যে, আপাতত তিনি কোনো প্যানেলে যাচ্ছেন না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।