কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে সিলেট মহানগরের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
দুই ছিনতাইকারী হলেন- সিলেটের জৈন্তাপুর থানার পানিছড়া চিকনাগুল এলাকার মনাফ মিয়ার ছেলে শাহেদ আহমদ (২০) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার মান্তিপুর গ্রামের জিবু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ দুজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাই মামলা রয়েছে।