কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে তাঁর এবং চাচাতো ভাইদের ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ। জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষ সংঘবদ্ধ হয়ে শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে অতর্কিত এ আক্রমণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে রোবববার (১৬ মার্চ) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে, লুটপাটের ঘটনায় আদালতে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। 

অভিযোগসূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও (গাঙপাড়) গ্রামের মৃত সমশির আলীর ছেলে মো. আব্দুন নূর ও তার চাচা-চাচাতো ভাইদের সঙ্গে একই গ্রামের সবুজ মিয়া, ফিরোজ মিয়া, সেবুল মিয়া ও হায়াত উল্যাহ এবং তাদের পক্ষের লোকজনের জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এ বিরোধ গ্রাম্য সালিশ-বৈঠক পর্যায়ে রয়েছে। কিন্তু সকল সালিশ-বৈঠক ও গ্রাম্য মুরুব্বিদের উপেক্ষা করে শুক্রবার বেলা ১১টার দিকে হায়াত উল্যাহ’র নির্দেশে অভিযুক্তরা দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুন নুরের বাড়িতে হামলা করেন। এসময় নূর ও তাঁর চাচাতো ভাইদের ঘরে ভাঙচুর এবং লুটপাট চালান হামলাকারীরা। তাদের আক্রমণে আব্দুন নূরসহ তাদের বাড়ির নারীসহ অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে আব্দুন নূরসহ ৩ জন গুরুতর আহত। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রমণের সময় আব্দুন নুর ও তাঁর চাচাতো ভাইদের ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণ, ৮-৯টি গরু এবং মূল্যবান জিনিসপত্র লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আব্দুন নুর বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানাপুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাল্পাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সময় আমরা উভয়পক্ষের কয়েকজনকে আটক করেছি। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।