কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় একটি চাকা ফেটে রুম্মান আহমদ (২২) নামের এক টেকনিশিয়ান মারা গেছেন। এ ঘটনায় এনামুল হক (২৫) নামে আরেক টেকনিশিয়ান আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। সানরাইজ নামক কারিগরি প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা এই কাজ করছিলেন। একটি চাকা খোলামাত্র সেটি সজোরে গিয়ে রুম্মান ও এনামকে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পর রুম্মান মারা যান।
নিহত রুম্মানের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামে এবং আহত এনামুলের বাড়ি একই থানার মহালদিগ গ্রামে।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ আহমদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।