সাংবাদিক আল আজাদের হোয়াটসঅ্যাপ হ্যাক

  • টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আল আজাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে তাঁর অনুজ-অগ্রজ অনেক সহকর্মীর কাছে হ্যাকার ৩০ হাজার টাকা দাবি করে বার্তা পাঠাচ্ছে হ্যাকার। 

হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাকের বিষয়টি সাংবাদিক আল আজাদ তাঁর ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।

হ্যাকারের বার্তায় কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছন তিনি। 

এদিকে, হ্যাকারের দেওয়া বিকাশ নাম্বার পর্যালোচনা করে মাস্ক পরা এক যুবকের ছবি পাওয়া গেছে। এছাড়া হ্যাকারের দেওয়া পূবালী ব্যাংকের একটি হিসাব নং সূত্রে জানা গেছে- অ্যাকাউন্ট হুল্ডারের নাম- আকাশ মোল্লা। এই হিসাব নং খোলা হয়েছে পূবালী ব্যাংকের বান্দরবান ব্রাঞ্চে।