মামুনুলের দলের ‘চূড়ান্ত’ তালিকায় নেই সিলেট!

কওমি কণ্ঠ রিপোর্টার :

অনেক নাটকীয়তা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামায়াত নেত্বত্বাধীন ১১ দলীয় ‘জোট’র আসন বণ্টণ ঘোষণা করা হয়েছে। এরপরও ইসলামি আন্দোলনের সঙ্গে ও কিছু আসন নিয়ে বোঝাপড়া কিংবা অমীমাংসা রয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রেস ব্রিফিং করে জোটের ১০টি দলের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে আসনভিত্তিক দল বা প্রার্থীদের নাম উল্লেখ করা হয়নি।

সমঝোতা অনুযায়ী- জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়াই করবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে।

প্রেস ব্রিফিংয়ের পর বৃহস্পতিবার রাতে ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ফেসবুকে তাঁর দলের আসনের তালিকা প্রকাশ করেন। 
 
এ সূত্র জানা গেছে, ১১ দলীয় নির্বাচনি ঐক্যে বাংলাদেশ খেলাফত মজলিস ১৬ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। 

তারা হলেন- ঢাকা-১৩ আসনে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, ফরিদপুর-২ আসনে মাওলানা আকরাম আলী, মানিকগঞ্জ-৩ আসনে মাওলানা সাইদ নূর, শরিয়তপুর-১ আসনে মাওলানা জালালুদ্দিন আহমাদ, কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীন, মাদারীপুর-২ আসনে মাওলানা আব্দুস সোবহান, নরসিংদী-৩ আসনে মাওলানা রাকীবুল ইসলাম, গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হক, গোপালগঞ্জ-১ আসনে মাওলানা শোয়াইব ইব্রাহিম, ময়মনসিংহ-২ আসনে মাওলানা মোহাম্মদুল্লাহ, নেত্রকোনা-১ আসনে মুহাম্মাদ গোলাম রাব্বানী, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা নাসির উদ্দিন মুনির, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মাওলানা আমজাদ হুসাইন আশরাফী, চাঁদপুর-১ আসনে মাওলানা আনিসুর রহমান কাসেমী, সিরাজগঞ্জ-৩ আসনে মাওলানা আব্দুর র‌উফ, রাঙামাটি- (২৯৯ নং আসন) মাওলানা আবু বকর।

এছাড়া ৩ টি আসনে উন্মুক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ দলের প্রার্থীরা। আসন ও প্রার্থী হচ্ছে- সুনামগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী ও ফরিদপুর-৪ আসনে মাওলানা মিজানুর রহমান মোল্লা। 

অন্যদিকে, অমিমাংসিত আসনগুলো হচ্ছে- সিলেট-৩ আসনে মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ রাজু, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরে আলম হামিদী, ফরিদপুর-১ আসনে মুফতি শরাফাত হোসাইন, ময়মনসিংহ-১ আসনে মাওলানা তাজুল ইসলাম ও মাদারীপুর-১ আসনে মাওলানা হানজালা।

এছাড়াও আরো কিছু আসন আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।