কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা) যোগাদের পরপরই মহানগর এলাকায় অপরাধ ঠেকাতে ও অপরাধী ধরতে একের পর এক অভিযান চালানো হচ্ছে।
৫ দিনে ২০৮ জনকে আটক-গ্রেফতার করা হয়েছে বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি কওমি কণ্ঠকে এ তধ্য দেন।
জানা গেছে, পুলিশি গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- জুয়াড়ি, মাদক কারবারি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি, চোরাকারবারি, ছিনতাইকারী, চোর এবং অসামাজিক কার্যকলাপকারীসহ বিভিন্ন ধরনের অপরাধী।
আব্দুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময়কালে বলেন- সিলেট মহানগরে অপরাধ কর্মকাণ্ড এই কমিশনার মেনে নেবে না। পুলিশ জনগণের হয়ে কাজ করবে। এখন থেকে এ পুণ্যভূমির শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরও বেশি কাজ করবে পুলিশ।
তিনি এসময় সাংবাদিকদের সহযোগিতা চান।