সেনাবাহিনী জব্দ করলো বিপুল পরিমাণ চোরাই পণ্য

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চালসহ কসমেটিক জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বলো ১১টায় জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদগ্রাম এলাকা থেকে এসব পণ্য জব্দ করে সেনাবাহিনী। 
 
জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প এ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যমপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল আটক করা হয়।

অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।