কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ২৪৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২ মে) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা নোয়াগাঁওয়েরর মৃত ধনু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫) ও একই উপজেলার বরম সিদ্দিপুর গ্রামের মো. আসাদুল হকের ছেলে মো. শাহীন আহমদ (২৭)।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    