সিলেটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট–এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল চারটার মহানগরের রিকাবীবাজার পয়েন্টে পথচারী মানুষের মধ্যে এ ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।
যুক্তরাজ্যে শেখ আল মামুন চ্যারিটেবল ট্রাষ্টের অর্থায়ানে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
এসময় তিনি বলেন, তরুণরা আর্থ মানবতার কাজে এগিয়ে এলে সমাজ আরও অগ্রসর হবে। উদ্দীপ্ত সিলেটের মতো সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে। তাহলে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার কাজ সহজ হবে। ধর্মীয় মুল্যবোধের দিক থেকেও এরকম কাজ দুনিয়া ও আখেরাতের জন্য উত্তম বিনিয়োগ। এছাড়াও তিনি আধুনিক সমাজ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণে আহবান জানান।
উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে আও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সাবেক সেনা অফিসার মুহিবুর রহমান সুফি, সাংবাদিক এম এ কাইয়ুম, কবি জেনারুল ইসলাম, ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপু, মুরারীচাঁদ কবিতা পরিষদের সভাপতি মাঈনুল হাসান আবির, উদ্দীপ্ত সিলেটের বীর মোজাহিদ, সাব্বির আহমদ, রবিউল হাসান, সংগঠক কাওছার আহমদ, রাজেল মিয়া প্রমুখ।