কওমি কণ্ঠ রিপোর্টার :
বুধবার দিবাগত (২০ মার্চ) রাত ১টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের স্থাপনাধীন সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। মুহুর্তে বিষয়টি ছড়িয়ে পড়ে ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে।
জানা যায়, ইবনে সিনা হাসপাতালের মূল ভবনের সঙ্গে উত্তরপাশে নবনির্মিত ভবনের সাথে রাস্তার উপর দিয়ে স্টিলের ফুট ওভারব্রিজ স্থাপন করে সংযোগ দেয়া হয়েছে। সেই ওভারব্রিজের রেলিংয়ে চলছে হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ড স্থাপনের কাজ। কিন্তু বুধবার দিবাগত রাতে সেই সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।
এসময় পথচারী কয়েকজন মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই সেগুলো ভাইরাল হয়ে পড়ে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হাসপাতাল সূত্র কওমি কণ্ঠকে জানায়- সাইনবোর্ড স্থাপনের কাজ এখনো চলমান। কারিগরি বা স্থাপনকারী প্রতিষ্ঠান এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাইনবোর্ডটি সমঝিয়ে দেয়নি। পাসওয়ার্ড এখনো ওই প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে- কাজ চলমান অবস্থায় হ্যাক করে কে বা কারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা প্রদর্শন করেছে। এর আগে বুধবার সন্ধ্যার পর একই সাইনবোর্ডে ‘স্বাগতম মাহে রমজান’ লেখা প্রদর্শন করে হ্যাকাররা।
হাসপাতাল সূত্র কওমি কণ্ঠকে আরও জানায়- এ বিষয়ে কর্তৃপক্ষ লিখিত বিবৃতি দিবেন। তবে যাতে আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে স্থাপনকারী প্রতিষ্ঠান।