খেটে খাওয়া মানুষের পাশে প্রবাসী লুৎফুর

সিলেটে খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) মহানগরের নবাবরোড এলাকায় দুবাই প্রবাসী লুৎফুর রহমানের উদ্যোগে খেটে খাওয়া স্বল্প আয়ের শতাধিক লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লাল ভাই ইউটিউব চ্যানেলের কর্ণধার আব্দুল মতিন লাল, মিউজিক ভিডিও ডিরেক্টর সোহেল আহমেদ ও সাংবাদিক জয়ন্ত কুমার দাস।

এরকম মহতী কাজ অব্যাহত রাখবেন বলে জানান প্রবাসী লুৎফুর রহমান।