পিকআপ-অটোরিকশা সং ঘ র্ষে ৫ জন নি হ ত

কওমি কণ্ঠ ডেস্ক :

রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় অটোরিকশা ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহতের খবর পেয়েছি। বিস্তারিত একটু পরে বলতো পারবো।