কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
মৌলভীবাজারের বড়লেখায় রক্তহীন গরুর মাংসে রঙ মেশানোর সময় কসাই সাদেক আহমদকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে মুক্তি দিয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাঠালতলী বাজারে এই ঘটনা ঘটে। দণ্ডিত কসাই সাদেক বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে গরুর গোস্তের সাথে ভেজাল (রং/রক্ত) মিশিয়ে বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী সাদেক আহমদকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার জরিমান করেছেন। এছাড়া তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।