বন্দরবাজার থেকে ৩ ‘অপরাধী’ গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় বন্দরবাজারের সিটি সুপার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের শাহপরাণ থানার টিকরীপাড়া (উত্তরপাড়া) গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন (২৬), একই থানাধাীন হাতুড়া বাউয়ারপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম এলাকার শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।

পুলিশ জানায়, সিটি সুপার মার্কেটের সামনে তারা ওৎ পেতে ছিলো। এসময় তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।