দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার, আলোচনা ও সংবর্ধনা

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য মঈন উদ্দিন এবং জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক ও দক্ষিণ সুরমা ক্লাবের সদস্য মো. রেজাউল হক ডালিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাদের হাতে সম্মাননাস্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, উপজেলা জামায়াতের আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য ফয়সাল আমীন, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা সহকারী প্রশাসন কর্মকর্তা আবুল হোসেন ও মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সিপন আহমদ, সহসভাপতি সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য জাহেদ আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সদস্য দুলাল হোসেন, ফয়সল আহমদ রানা, সুলতান সুমন, আহমেদুর রহমান সাদেক, শেখ সাদিম মিয়া, আবু্ল বশর, জাবেদ এমরান, আব্দুল হাসিব ও মো. সুহেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং ইফতারের পূর্বে ফিলিস্তিনসহ বিশ্বমুসলমানদের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনূস আলী।