কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হোসাইন (৩০) হত্যার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তথ্যটি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
তিনি বলেন- পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গোলাপগঞ্জ পৌরদরের কদমতলায় শনিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে ছুরিকাঘাতে খুন হন রনি হোসাইন। তিনি পৌর এলাকার আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক নেতা শেখ রাজু নামের একজনের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে।
ঘটনার আগে অভিযুক্ত রাজু তার ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন। এতে তিনি রনিকে প্রাণের মেরে জেলে যাওয়ার হুমকি দেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    