কী অভিমান ছিল কিশোরী তানহার?

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে তার নিজ বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ।

মহানগরের শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- তানহা নামের ওই কিশোরী তার বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যদের দেয়া খবরের ভিত্তিরে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল দেখা নিয়ে প্রায়ই লাবিবাকে তার মা শাসন করতেন। শনিবার রাতেও মোবাইল দেখা নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। এই বিষয়ে অভিমান করেই লাবিবা আত্মহত্যা করতে পারে।

ওসি বলেন- ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।