সিলেট জেলা প্রেসক্লাবে নির্বাচন ২৮ ডিসেম্বর

ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী- আগামী ২৮ ডিসেম্বর প্রেসক্লাবটি দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে।

ওইদিন ভোটগ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

শনিবার (৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

জানা যায়, ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এই সময়ে হবে প্রার্থিদের আপিল শুনানিও। আর ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।