জিজ্ঞাসা: যদি কোন স্বামী তার স্ত্রীকে মেসেজের মাধ্যমে বলে ফেলে যে, ‘‘আজ থেকে তুই স্বাধীন” মানে তোর মনে যা চায়, তুই তাই কর। এখানে স্বামীর তালাকের কোন নিয়ত নেই তাহলে এটা কী হতে পারে?
নিবেদকঃ আরিফুল ইসলাম, সিরাজগঞ্জ।
জবাব: স্বামী তার স্ত্রীকে “তুই স্বাধীন” বলার ক্ষেত্রে তালাকের নিয়ত না থাকলে স্ত্রীর উপর কোন তালাক পতিত হবেনা।
দেখুনঃ (সহিহ্ বুখারী-৭/৪৩; হিদায়া-২/৩৭৩; মাউসূআতুল ফিকহিয়্যাহ-৩৫/১৩৮)