পিকআপ-ট্রাক সং ঘ র্ষ, দুজন নি হ ত

কওমি কণ্ঠ ডেস্ক :

গাজীপুরে মুরগিবাহী পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। নিহতরা হলেন রাজু ও জিয়ারু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় একটি মুরগিবাহী পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। রাস্তায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, পিকআপটি দ্রুতগতিতে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। নিহত দুজন চালক-হেলপার হতে পারেন।

জয়দেবপুর থানার ওসি সালেহ আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।