সিলেট শাহী ঈদগাহে ঈদের জামাআত যে সময়

কওমি কণ্ঠ রিপোর্টার :

চাঁদ দেখাসাপেক্ষে আগামী সোম অথবা মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। বরাবরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাআত অনুষ্ঠিত শাহী ঈদগাহ ময়দানে। এ লক্ষ্যে প্রস্তুতি শেষ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসন। ইতোমধ্যে সিসিকের তত্ত্বাবধানে ঈদগাহ পরিচ্ছন্নের কাজ প্রায় শেষ পর্যায়ে। 

শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া কামরান কওমি কণ্ঠকে জানান- সিলেটের  প্রধান ঈদগাহটিতে এবার ঈদুল ফিতরের নামাজের জামাআত ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাআতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

তিনি কওমি কণ্ঠকে আরও জানান- এবার সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। তবে তিনি নসিহত পেশ করবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 
 
প্রায়ে দেড় যুগে পরিবর্তিত পরিস্থিতিতে এটাই প্রথম কোনো ঈদ উদযাপন করতে যাচ্ছেন সিলেটবাসী। এ অবস্থায় সিলেট শাহী ঈদগাহ ময়দানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এর প্রস্তুতি হিসেবে গত ২২ মার্চ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে ওই সময় জানান- শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হবে অস্থায়ী সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে হবে তল্লাশি। আশপাশ এলাকায় সড়কে থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।