কওমি কণ্ঠ ডেস্ক :
ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সিলেট জেলা শাখার একটি প্রতিনিধি দল সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন। এসময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সিসিএস সিলেট জেলার কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবনের নেতৃত্বে শনিবার (৩১ আগস্ট) বিকালে এই প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্যসাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে জেলা পর্যায়ে ভোক্তা অধিকার রক্ষায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
এসময় জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন- “দুর্নীতি ও ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসন। সিলেটে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি সিসিএস-এর কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সিসিএসকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও বাজার তদারকিতে সিসিএসের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন।
সিসিএসের পক্ষ থেকে জানানো হয়- সংস্থাটি সবসময়ই ভোক্তাদের অধিকার রক্ষা, বাজার তদারকি, জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিসিএস-এর সিনিয়র সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুস ছবুর,আমিনুল ইসলাম, তৌফিক ইলাহী,জুনাইদূর রহমান প্রমুখ।