সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ পাস বাতিল

কওমি কণ্ঠ ডেস্ক :

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করেছে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস বহাল থাকবে। তবে বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। পাশাপাশি, সাংবাদিকদের জন্য ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশও স্থগিত করা হয়েছে।

বাতিলকৃত পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের (ডিএমপি) বিশেষ সেলে গিয়ে নতুন অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।

সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।