বিমানবন্দর এলাকায় ইমামকে নিয়ে কী ঘটেছে?

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বার এলাকার একটি মসজিদের ইমামের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার (২৮ মার্চ) রাতে খানিক উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় মুরুব্বি ও পুলিশের মধ্যস্ততায় বিষয়টি সমাধানের পথে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বার এলাকার একটি মসজিদের ইমাম প্রায় দুই মাস আগে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন। বিষয়টি প্রকাশ পায় আজ। এরপর এই ইমামের প্রতি ক্ষুব্ধ হন স্থানীয় কিছু যুবক। শুক্রবার তারাবিহ-এর নামাজের পর এ বিষয়ে অভিযুক্ত ইমামকে জিজ্ঞাসাবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ইমামকে থানায় নিয়ে যায়।

পরে এয়ারপোর্ট থানা কার্যালয়ে স্থানীয় মুরুব্বিরা বসে ওই ইমামকে ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন। ঈদের পরে এলাকায় বৈঠক ডেকে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান রাত সাড়ে ১১টার দিকে কওমি কণ্ঠকে জানান- খবর পেয়ে আমাদের পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পরে ওই ইমামসহ থানায় আসেন মুরুব্বিরা। তারা এখানে বসে সিদ্ধান্ত নেন- অভিযুক্ত ইমামকে আপাতত ১০ দিনের ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। ঈদের পরে মুরুব্বিরা বৈঠক করে তার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।