কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
মৌলভীবাজারে সুজন মিয়া (৩২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌরসভা কার্যালয়ের পাশের চটপটির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।
জানা যায়, সুজন মিয়া রোববার রাতে বাণিজ্যমেলায় যান। বাণিজ্যমেলা থেকে এসে তিনি পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে অবস্থানকালে রাত সাড়ে ১১টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত অতর্কিত তার উপর হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, হত্যার কারণ ও খুনিদের খুঁজছে পুলিশ।