সিলেটে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সিলেটে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মহানগরের শাহী ঈদগাহস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। 

ইসলামিক ফাউণ্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের হিসাবরক্ষক সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক মো. জাকির হোসেন এবং ইসলামিক ফাউণ্ডেশনের অর্থ ও হিসাববিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান।

প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের নুরানি প্রশিক্ষক মো. নাসির আহমদ ও ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রশিক্ষণার্থী কাজী জিহাদ হাসানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।