সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেট জেলা প্রেসক্লাবে দুআ

কওমি কণ্ঠ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেট জেলা প্রেসক্লাবে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাদ জোহর ক্লাব কার্যালয়ে আয়োজিত এ দুআ মাহফিলে খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

দুআ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ও ইউএনবি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), সাবেক সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল), নির্বাহী সদস্য তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) এবং সদস্যদের মধ্যে দৈনিক শ্যামল সিলেট’র সহকারী সম্পাদক রজত কান্তি চক্রবর্তী,  দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র রিপোর্টার মো. ওলিউর রহমান, আনন্দ টিভি’র সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, দৈনিক কালবেলা’র ব্যুরো প্রধান মিঠু দাস জয়, ডেইলি স্টার’র সিলেট প্রতিনিধি মো. দ্বোহা চৌধুরী, শ্যামল সিলেট’র সিনিয়র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী ও দৈনিক আধুনিক কাগজ’র মফস্বল সম্পাদক মো. মেহেদী হাসান মিজু প্রমুখ।