খালেদা জিয়ার জন্য সারা দেশে অশ্রুসিক্ত মুনাজাত

কওমি কণ্ঠ রিপোর্টার :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা-সিলেটসহ সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরাসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, শুক্রবার জুমআ সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনাজাতের আগে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- বেগম খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধ নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। 

তিনি বলেন- বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। সামনে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন- এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্ধারিত লড়াই। বিএনপি প্রস্তুত, জনগণ প্রস্তুত-দেশ পরিবর্তনের সময় এসে গেছে।”

কাইয়ুম চৌধুরী আরও বলেন- “গত কয়েক বছরে অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, লুটপাট ও গণতন্ত্রহীনতার যে অবসান মানুষ চায়-সেই লক্ষেই বিএনপি কাজ করছে। আমরা চাই একটি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার, যেখানে জনগণের ভোটই রাষ্ট্রক্ষমতার একমাত্র ভিত্তি হবে।”

তিনি বলেন,“ন্যায়বিচারহীন মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি-জনগণের রায় কখনো বিভ্রান্ত হয় না। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটের শক্তিতেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশ-বিদেশে মানুষের উদ্বেগ–আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতি প্রত্যাশা করে-বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।”

একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অপরদিকে, জেলার প্রতিটি মসজিদে জুম্মার নামাজ শেষে একই কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষও নিজ নিজ উপাসালয়ে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করেন।