মো. আব্দুল হালিম, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশু ও দুই নারী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) রাত ১০ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন।
মৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জের নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আতনি গ্রামের কল্পনা সরকার (৫০), তাঁর মেয়ে রুদ্রা সরকার (৬) ও কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের গঙ্গা সরকার (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে জামালগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেন যাত্রীরা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে পথিমধ্যে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।
খবর পেয়ে জামালগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন- নৌকাতে অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার তৎপরতা চলছে।