কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের পাথর লুটপাটের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউজে এই গণশুনানি শুরু হয়।
এতে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন সিলেট বিভাগীয় কমিশনার, জেলা- উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়া এতে পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও সাংবাদিক নেতারাও শুনানিতে বক্তব্য রেখেছেন।
বেলা ২টায় শেষ খবর পর্যন্ত শুনানি চলছিলো। শুনানি শেষে মন্ত্রীপরিষদের তদন্ত কমিটি সাংবাদিকদের ব্রিফিং করবে বলে জানা গেছে।