লক্ষাধিক মুসল্লির অপেক্ষায় সিলেট শাহী ঈদগাহ

কওমি কণ্ঠ রিপোর্টার :

চাঁদ দেখাসাপেক্ষে আগামীকাল সোমবার অথবা পরশু মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। বরাবরের মতো এবারও সিলেটে ঈদের প্রধান জামাআত অনুষ্ঠিত শাহী ঈদগাহ ময়দানে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রশাসন। ইতোমধ্যে সিসিকের তত্ত্বাবধানে ঈদগাহ পরিচ্ছন্ন ও সংস্কারের শেষ হয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে সিসিক কর্তৃপক্ষ ও প্রশাসন শাহী ঈদগাহ পরিদর্শন করেছে। এসময় জামাত ও ঈদগাহের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা)।

তারা বলেন- শাহী ঈদগাহে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হয়েছে অস্থায়ী সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে করা হবে তল্লাশি। আশপাশ এলাকায় সড়কে থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থাপন করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ার।

ব্রিফিংকালে জানানো হয়- সিলেটের  প্রধান ঈদগাহটিতে এবার ঈদুল ফিতরের নামাজের জামাআত ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাআতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

তারা বলেন- এবার শাহী সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)। তিনি নামাজের খুতবা পেশ করবেন এবং নামাজ শেষে মুনাজাত পরিচালনা করবেন।

এবারে শাহী ঈদগাহে লক্ষাধিক মুসল্লির সমাগম হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া গরমের কারণে ঈদের দিন শাহী ঈদগাহে মুসল্লিদের সুবিধার্থে প্রবেশপথে পানির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে, শাহী ঈদগাহের নিরাপত্তারে জোরদারে কাজ করছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ও। তাদের একাধিক ইউনিটকে রোববার দুপুরে ঈদগাহে নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।