সিসিক কর্মচারীর ঝু ল ন্ত লা-শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মচারী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে মহানগরের কাজিটুলা এলাকার লোহারপাড়ার ১৮ নং বাসা থেকে কোতোয়ালি থানাপুলিশ লাশটি উদ্ধার করে।

এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

নিহত যুবকের নাম ফাহিম আহমদ (২৪)। তিনি সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী বলে জানা গেছে।

লাশ উদ্ধারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। 

তিনি কওমি কণ্ঠকে  বলেন- রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।