কওমি কণ্ঠ রিপোর্টার :
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অভিযানে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটির একটি বিশেষ টহল দল বুধবার দিবাগত (২৮ আগস্ট) রাত আন ৩টার দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব তথ্য এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।