ঈদের আগের দিন সিলেটে তরুণীর আ ত্ম হ ত্যা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের আম্বরখানা এলাকায় সাবিহা সুলতানা চৌধুরী ইভা (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার (৩০ মার্চ) দুপুরে নিজ  শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

ইভা সিলেটের এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকার দর্শন দেউড়ির শুভেচ্ছা-২৮ নং বাসার মৃত গোলাম রব্বানী চৌধুরীর মেয়ে। 

তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলে বলে পুলিশ পরিবারের বরাত দিয়ে জানিয়েছে।

পুলিশ জানায়, ইভা প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। কিন্তু  অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ইভার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

পরে এয়ারপোর্ট থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান কওমি কণ্ঠকে বলেন- প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনাই মনে হচ্ছে। পরিবারের লোকজন বলছেন- তার (ইভা) কিছুটা মানসিক সমস্যা ছিলো। লাশের ময়না তদন্ত হবে।