৩ নদীর রুগ্নতায় কোটি কোটি মানুষের জীবনধারা বিপর্যস্ত

কওমি কণ্ঠ রিপোর্টার : 

উজানে বাঁধ নির্মাণ ও তলদেশে পলি জমে পানিপ্রবাহ নিয়ন্ত্রণের ফলে সিলেটের তিন নদী এখন ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে।

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে- সিলেটের বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা, কুশিয়ারা ও সোনাই নদী সদ্যগত শুষ্ক মৌসুমে প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। ফলে এসব নদীর উপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জীবনধারা বিপর্যস্ত হয়ে পড়েছে।

গবেষণাটি করেছে দেশের পরিবেশ ও নদী নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)।

গবেষণায় বলা হয়েছে- এক সময় যে সব নদী কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির প্রাণ ছিল, আজ সেগুলোর অনেকটাই শুকিয়ে গেছে বা তাদের তলদেশে প্রচণ্ড পলি জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এই গবেষণা অনুযায়ী দূষণ, পলি জমা এবং দ্রুত নগরায়ণের কারণে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে। আরডিআরসি জানিয়েছে, দেশের শুকিয়ে যাওয়া অন্যান্য নদীর মতো তালিকা রয়েছে সুরমা-কুশিয়ারা-সোনাই নদীও।

আরও বলা হয়- উজানে বাঁধ নির্মাণ ও পানিপ্রবাহ নিয়ন্ত্রণের ফলে এসব নদীতে প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে এসব নদীর উপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জীবনধারা বিপর্যস্ত হয়ে পড়েছে। জলস্তর অপ্রত্যাশিতভাবে উঠা-নামা করছে, ফলে নদী নির্ভর মানুষগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠছে।

শুধু মানুষই নয়, বন্যপ্রাণী, জলজ বাসস্থান, পুরো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আরডিআরসি বলছে- নদী দূষণ কমানো, ভাঙন রোধ এবং পানির প্রতিবেশ পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।