সিলেটে নি ষি দ্ধ সংগঠনের মিছিলে যাওয়া ৮ জন আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় বুধবার (২ এপ্রিল) সকালে কয়েকজন ছাত্রলীগ কর্মী মিছিল করে। এরপরই উত্তপ্ত হয়ে উঠে সিলেট। বিক্ষুব্দ জনতা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার বাসায় হামলা করেন। 

এদিকে, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে বুধবার সকালে মিছিলে অংশগ্রহণ করা ৮ জনকে এদিন বিকাল ও রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। তারা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ কর্মী।

আটকরা হলেন- সিলেট মহানগরের পূর্ব পাঠানটুলা লন্ডনি রোড এলাকার শাফায়েত খান (৩৪), মদিনা মার্কেট এলাকার জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলার আমির খান গলির সোহেল আহমদ সানী (১৮), একই গলির বশির খান লাল (৫০), খাদিমপাড়া এলাকার সোয়েব আহমেদ (২৫),  টুকেরবাজার নালীয়া এলাকার রবিন কর (২৩), নাইওরপুল এলাকার ফাহিম আহমদ (২৩) ও শামীমাবাদ এলাকার রাজন আহমদ রমজান (২৩)। 

বুধবার দিবগাত রাত  ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেন।