কওমি কণ্ঠ ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি হাফিজিয়া মাদরাসার মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক শিশুছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে।
আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং মাধবপুরের নোয়াপাড়া ইয়াসমিন ফয়সল দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সোমবার রাতে মাদরাসার এহসানুল হক নবীন মিয়া (১১) নামের এক ছাত্রের জুতা লুকিয়ে রাখে কয়েকজন। পরে নবীন জানতে পারে- আশরাফুল তার জুতা লুকিয়েছিল। এরপর নবীন আশরাফুলকে নিয়ে মাদরাসার পেছনে যায় এবং সেখানেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার পর মরদেহ একটি ড্রেনে ফেলে কাগজ দিয়ে ঢেকে রেখে সে আবার মাদরাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
মঙ্গলবার সকালে আশরাফুলকে খুঁজে না পেয়ে শিক্ষকরা ছাত্রদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে নবীন হত্যার বিষয়টি স্বীকার করে।
এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে মাধবপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন- ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    