- পুলিশ প্রশাসনের কাছে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র স্মারকলিপি
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগের স্থান হযরত শাহজালাল রাহ. মাজারে এবারের ওরসে সকল শিরিক-বিদাআত, অনৈতিক ও অসামাজিক কাজ বন্ধ রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ এ বৈঠক করেন। এসএমপি কার্যালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।
বৈঠকে ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ বলেন- হযরত শাহজালাল রাহ. এর মিশনই ছিলো; এই অঞ্চল থেকে সকল শিরিক-বিদআত ও পাপাচার দূর করা। কিন্তু অতি দু:খের বিষয়- ওই ওলির মাজারকেই সকল অনৈতিক-অসামাজিক অপকর্মের কেন্দ্রস্থল বানিয়ে ফেলেছে একটি অসৎ গোষ্ঠী। সিলেটবাসী এসব অপরিবত্রতা বন্ধে একাট্টা ও বদ্ধপরিকর। তাই আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি- যাতে এবারের ওরসে কোনো ধরনের অসামাজিকতা-অনৈতিকতা না হয়। আমরা চাই- শাহাজালাল মাজার থাকুক, মাজারের ক্ষতি কেউ না করুক। ওরসও হোক, তবে পবিত্রভাবে। ওরসের নামে কোনো অনৈসলামিক কাজ চলবে না।
প্রশাসনের পক্ষ থেকে এসময় বলা হয়- সামাজিক অশৃঙ্খলা-অস্থিরতা দূর করাই পুলিশের কাজ। আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো এবং এ ব্যাপারে শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৈঠক শেষে ৩ দাবিতে স্মারকলিপি প্রদান করেন ‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দ। এসএমপি কমিশনারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা (পিপিএম-সেবা)।
বৈঠকে এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম (সদর ও প্রশাসন), উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক আহমেদ (সিসিটিসি- পিওএম), মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এসএসপি কমিশনারের স্টাফ অফিসার এএসপি মো. মুহিদুর রহমান।
‘শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক সিলেটের বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, যুগ্ম-আহ্বায়ক দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা এবং মুফতি মনসুর আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লিখিত ৩টি দাবি হচ্ছে- ১) শাহজালাল রাহ. মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা ও গানবাজনা বন্ধ করা, ২) মদ-গাজার আসর না বসানো এবং ৩) ধর্মপ্রাণ মানুষের জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা।