নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতাকে ধরলো র‍‍্যাব

কওমি কণ্ঠ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ৯টি মামলার পলাতক আসামি মঞ্জুর মাওলা ফারানীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

বাহিনীটির একটি টিম মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

ফারানী ব্রাহ্মণবাড়িয়া সদর থানধীন মেড্ডা গ্রামের মামুন মিয়ার ছেলে। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল ৯ মামলার পলাতক আসামি ফারানীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাই নাশকতা ও সহিংসতার

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।