সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে গণসংবর্ধনা ও নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় আল জাদ্দাফ সমুদ্র বন্দরে দুবাই ক্রুজে বিলাসবহুল জাহাজে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং গণ-সংবর্ধনা সভার মধ্যে দিয়ে মনোমুগ্ধকর এক আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে।
সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি এম এ কুদ্দুস খাঁ (মজনু) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মালেক (মলিক), সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মুজিবুল ইসলাম সি আই পি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক মোহাম্মদ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, কামাল হোসেন সুমন, হাজী শফিকুল ইসলাম, সংগঠনের পৃষ্টপোষক আব্দুল আজিজ উজ্জল, উপদেষ্টা নাসিরুল হক, উপদেষ্টা আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি মো. আলিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী সোহেল, আতাউর রহমান মাসুম, শাহজাহান মিয়াজি, আব্দুল মতিন, আব্দুল হক, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, ওবায়দুর রহমান চৌধুরী বেলাল, ইরন মিয়া ও আব্দুল আহাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন সাদি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন মোতাহার হোসেন চৌধুরী, আব্দুস সামাদ, শামীম আহমেদ, শামীম উদ্দিন, আব্দুর রহমান, আবুল হাসান জগলু, আবু সুফিয়ান, সাজ্জাদুর রহমান সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, আসাদ আহমেদ, সোহেল মিয়া, জুনায়েদ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, আব্দুল খালিক লস্কর, ফখরুল আমিন, বাবলু মিয়া, জুবায়ের আহমেদ, আবুল হোসেন, নাসের আহমেদ, রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, হোসেন আহমেদ, ওমর ফারুক, নাসির উদ্দিন, পারভেজ আহমেদ, আনিস উদ্দিন, এনাম উদ্দিন, নাভীদ উল হক, মুহাজিদ ইসলাম ও আব্দুর রহিম।
সংগঠনের উপদেষ্টা মুজিবুল ইসলাম বাংলাদেশ সরকার কর্তৃক সি.আই.পি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি এম এ মুজিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, বরং সকল প্রবাসীর সম্মান। আমরা সবাই মিলে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য কাজ করবো।"