কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনার জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) সিলেট মহানগরের রায়নগর এলাকার এক আইনজীবীর ছেলে।
নিহতের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।