সিলেট-৩ আসনে ১০ দলীয় ‘জোট’র প্রার্থী বদলের গুঞ্জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ১০ দলীয় ‘জোট’র প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুকে চূড়ান্ত করার গুঞ্জন উঠেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল থেকে ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়েছে। তবে এ রিপোর্ট লেখা (রাত ১০টা) পর্যন্ত ১০ দলীয় ‘জোট’র পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এছাড়া এ ১০ দলের সমন্বয়কারী কারো বক্তব্যও এ বিষয়ে পাওয়া যায়নি।

হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নুর উদ্দিন আহমদ রাহ. গরহপুরি-এর একমাত্র ছেলে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়াহ-এর সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর-এর মুহতামিম।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রেস ব্রিফিং করে ১০ দলীয় ‘জোট’র আসন বণ্টনের তালিকা প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তবে আসনভিত্তিক দল বা প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি সোমবার পর্যন্তও। এরই মাঝে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১০টি আসনে প্রার্থী দিচ্ছে জামায়াত। এর মধ্যে রয়েছে সিলেট-৩। এ আসনে জামায়াতের প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

প্রার্থিতার বিষয়ে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু রাত ৯টার দিকে মুঠোফোনে কওমি কণ্ঠকে বলেন- আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে তথ্য এসেছে যে, আজ (সোমবার) ঢাকায় ১০ দলের মিটিংয়ে আমাকে সিলেট-৩ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাকে এখনো জানানো হয়নি। 

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- বিভিন্ন মারফতে আমরাও শুনছি, কিন্তু কেন্দ্র থেকে আমাদের কাছে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত আসেনি। আগামীকাল (মঙ্গলবার) সব ক্লিয়ার হয়ে যাবে।