ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ সভাপতি গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি ছাতক পৌর শহরের ২নং ওয়ার্ড নোয়ারাই ইসলামপুর গ্রামের মোঃ হোসেনের ছেলে৷ সে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি এবং বিসিআইসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় এস আই সিকান্দরসহ একাধিক ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(রিপোর্টার : মো. আব্দুল হালিম)