কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া ফুলেস মিয়ার (২২) মরদেহ প্রায় ৫ ঘণ্টার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তুপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আর উপরে উঠে আসতে পারেননি।
নিহত ফুলেস মিয়া উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।
জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তুপে ডুব দিয়ে মাছ ধরছিলেন। পরে নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া তলিয়ে যান।
সুবেল ও রাজন জানান, ডুব দেওয়ার কিছুক্ষণ পর তারা দুজন পানির উপরে উঠে আসেন। কয়েক মিনিট অতিবাহিত হবার পরও ফুলেস মিয়া উঠে না আসায় দুশ্চিন্তায় পড়েন তারা। এ সময় পানিতে নেমে ফুলেস মিয়াকে খুঁজতে থাকেন তারা। খবর পেয়ে গ্রামবাসী ও তাতে অংশ নেন।
পরে খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ফুলেসকে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকটি পাথরে চাপা পড়ে থাকা ফুলেসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান।