বুরহান উদ্দিন রোডে বেহাল ৫ শ গজ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের গাজী বুরহান উদ্দিন রোডের পূর্ব কুশিঘাট বাজার থেকে সুন্দরবন আবাসিক এলাকার সম্মুখ পর্যন্ত চলাচলের অনুপযুক্ত অংশটুকুর জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) এ দাবিসম্বলিত আবেদন নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সিলেট-এর কাছে প্রদান করা হয়েছে।

দৈনিক প্রভাতবেলা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কবীর আহমদ সোহেলের নেতৃত্বে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে সরাসরি আবেদন প্রদান করেন। নির্বাহী প্রকৌশলীকে রাস্তার দুরবস্থার চিত্র প্রদর্শন করে দ্রুত সংস্কারের দাবী জানানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন- ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, পূর্ব কুশিঘাট বাজার পরিচলনা কমিটির সভাপতি শাহীন আহমদ, সুন্দরবন আবাসিক এলাকার নজরুল ইসলাম, পূর্ব কুশিঘাট এলাকার আফজল আহমদ, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন , আব্দুস সামাদ প্রমুখ।

প্রতিনিধি দলের বক্তব্য শুনে  নির্বাহী প্রকৌশলী জানান- রাস্তাটির এই অংশ ব্লক কার্পেট হবে। দ্রুত সম্পন্ন করার জন্য বিহিত ব্যবস্থা নেবেন। এসময় তিনি তাৎক্ষণিক সদও উপজেলা প্রকৌশলীর সাথে মোবাইলে কথা বলেন। 

এলাকাবাসী প্রদত্ত আবেদনপত্রে বলা হয়,গাজী বুরহান উদ্দিন রোড ( সিলেট- কানাইঘাট) এর পূর্ব কুশিঘাট বাজার থেকে সুন্দরবন আবাসিক এলাকার সম্মুখ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। প্রায় পাঁচশত গজ রাস্তা যান ও জনচলাচলের রীতিমত অনুপযোগী। ভাঙ্গাচোরা খানা খন্দকপূর্ণ এই সড়কে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিরাটাকার গর্তময় ইট সুড়কীর জোড়াতালি দেয়া রাস্তায় যে কোন সময় প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। সড়কটির পাশ দিয়ে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। সড়কের পাশে অপরিকল্পিতভাবে কয়েকটি ফ্যাক্টরি। ফ্যাক্টরিগুলোর বর্জ্য পদার্থ ও কর্মচারীদের মলমূত্র রাস্তা দিয়েই প্রবাহিত হয়। এই অবস্থায় একটুখানি বৃষ্টি দিলেই রাস্তায় জমে থাকে হাটুপানি। আবার রোদ দিলে ধূলোয় ধূসরিত হয়ে উঠে গোটা এলাকা।

প্রসঙ্গত; গত ডিসেম্বরে রাস্তাটির খানাখন্দকপূর্ণ এই অংশ মেরামত কাজ শুরু হয়েছিল। স্থানীয় জনগণ আশান্বিত হয়েছিল, দুর্ভোগের অবসান হবে এই ভেবে। কিন্তু কাজের নামে আরো ভোগান্তি সৃস্টি করেছে সংশ্লিষ্টরা। রাস্তায় যে ইট সলিং ছিল তার সমগ্র ইট উঠিয়ে নিয়ে এরস্থলে নামমাত্র কংক্রিট বিছিয়ে ঠিকাদার গা-ঢাকা দেয়। ফলশ্রুতিতে স্বল্পদিনের মধ্যে বিরাট বিরাট গর্তের সৃস্টি হয়।

চলাচলের অনুপযুক্ত রাস্তার অংশটুকুর দু’পাশে প্রায় তিন সহস্্রাধিক লোকের বসবাস। এখানে রয়েছে একটি হাই স্কুল। প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর চলাচল এই রাস্তা দিয়ে। রয়েছে পূর্ব কুশিঘাট জামে মসজিদ। মুসল্লিদেও যাতায়াত এই পথেই। বিগত রমজানে নিদারুন কষ্টের মধ্যে মুসল্লিদের তারাবী ও ফজর নামাজ আদায় করতে হয়েছে। রয়েছে দীর্ঘদিনের পুরনো পূর্ব কুশিঘাট বাজার। এলাকার হাজারো মানুষের ব্যবসা বাণিজ্য এ বাজারকে কেন্দ্র করেই।

এছাড়া সিলেট-কানাইঘাট, সিলেট-বাঘা রোডের যান চলাচল করে এই রাস্তা দিয়েই।

শুধু তাই নয়- সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও শাহপরান থানার বিভিন্ন যান চলাচল করে এই রাস্তা দিয়েই । সামনেই বর্ষা মৌসুম। রাস্তাটি আরো ভয়াবহ আকার ধারণ করবে। জনদুর্ভোগ চরম আকারে পৌঁছবে। ভুক্তভোগী মানুষ যে কোন সময় ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। সঙ্গতকারণে জরুরী ভিত্তিতে বিবরণকৃত রাস্তাটি সংস্কার ও মেরামতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী।

অনতিবিলম্বে গাজী বুরহান উদ্দিন রোডের পূর্ব কুশিঘাট বাজার থেকে সুন্দরবন আবাসিক এলাকার সম্মুখ পর্যন্ত রাস্তার অংশটুকুর উন্নয়ন প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।