শামীমাবাদ জামিয়ায় দাওরায়ে হাদিসের উদ্বোধন

  • ইফতেতাহি দরস সম্পন্ন

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সিলেটের দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে এই মুবারক মজলিস অনুষ্ঠিত হয়।

জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেবের সভাপতিত্বে ও সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর টাইটেল মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেব হাফিযাহুল্লাহ।

নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়া জামেয়ার দাওরায়ে হাদীসের প্রথম ব্যাচের তালিবুল ইলমদেরকে তিনি বুখারী শরীফের ইফতেতাহী দরস প্রদান করেন।

এছাড়াও আজকের মজলিসে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন খলীফায়ে গহরপুরী শাইখুল হাদীস মাওলানা শফীকুল হক সুরইঘাটী, কাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান সাহেব, টিকরপাড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা লোকমান আহমদ তহিপুরী সাহেব ও জামেয়ার নবনিযুক্ত শাইখুল হাদীস মুফতী হারুনুর রশীদ সাহেব। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইলমে হাদিসের গুরুত্ব ও দাওরায়ে হাদীসের ফযীলত, সহীহ বুখারীর বৈশিষ্ট্য এবং সহীহ হাদীস সংরক্ষণে ইমাম বুখারীর ভূমিকার পাশাপাশি হাদীস সংক্রান্ত জরুরী বিষয়াদী এবং ইলমের আদাব সহ নানাবিধ বিষয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন- বছরব্যাপী আসাতিযায়ে কেরামের দিনরাত মেহনতের ফলে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় জামেয়ার ঈর্ষণীয় ফলাফলে সিলেট সহ সকল দ্বীনি মাদারিসে জামেয়া শামীমাবাদ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে।

সভাপতির বক্তব্যে জামেয়ার মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ প্রতিষ্ঠানের চৌদ্দ বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

তিনি বলেন- ভাড়া বাসায় শুরু হওয়া এই দ্বীনি প্রতিষ্ঠান কালের চড়াই-উতরাই পেরিয়ে আজ নিজস্ব জায়গায় স্থানান্তরিত হয়েছে। ক্রমান্বয়ে আজ জামেয়া একাডেমিক শিক্ষাকার্যের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসের উদ্বোধন হলো। ইতিহাসের এই সোনালী সময়ে জামেয়া সংশ্লিষ্ট শুভাকাঙ্ক্ষী সকলের কৃতজ্ঞতা আদায় করেন। পাশাপাশি তিনি বলেন; দাওরায়ে হাদীসের সম্পর্ক হলো রওজায়ে আতহারের সাথে। এর কার্যক্রম শুরু হওয়া যেমন আশার প্রতীক, তেমনি আশংকাও রয়েছে। হাদীসের কিতাব সমূহের হক আদায় করে ইলমে হাদীসের শান অনুযায়ী যেন আমরা খেদমত করে যেতে পারি—এজন্য জামেয়ার পক্ষ থেকে দেশবাসাীর কাছে দোয়া কামনা করছি। 

মজলিসের শুরুতে শিক্ষাবিভাগ গুরুত্বপূর্ণ নিয়মকানুন সহ বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের পুরষ্কার ঘোষণা করেন জামেয়ার সম্মানিত নাযিমে তালীমাত মুফতী খায়রুল ইসলাম সাহেব। 

এছাড়াও মজলিসে উপস্থিত ছিলেন ভার্থখলা মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মজদুদ্দিন সাহেব, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রেজাউল করীম জালালী, শিক্ষানুরাগী ও জামেয়ার শূরা সদস্য হাজী নুমানী চৌধুরী, জামেয়া মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা ওয়ারিসউদ্দীন সাহেব, সৈয়দপুর মাদরাসার মুহাদ্দিস হাফিয মাওলানা আলী আহমদ সাহেব সহ প্রমুখ। 

পরিশেষে মজলিসের প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেবের দোয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১০ অক্টোবর ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া জামেয়া শামীমাবাদে নতুন শিক্ষাবর্ষে ৭৩৭ জন ছাত্র ভর্তি হয়েছেন।