অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এক ব্যবসা প্রতিষ্ঠানরে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামক দোকানের মালিককে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

তিনি জানান- ওই দোকানে ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার অধিক দামে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে ভোক্তার অধিকার অভিযান চালিয়ে দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে।